1 december 2023
পুরনো ফোন থেকে নতুন ফোনে নিয়ে যান Contacts
একটি নতুন স্মার্টফোন কেনার সঙ্গে সঙ্গে মাথায় অনেক চিন্তা আসে। সমস্ত ডেটা, ফটো, ভিডিয়ো আদৌ নতুন ফোনে এল কি না।
একে একে সব কনট্যাক্ট সেভ করতে প্রচুর সময় চলে যায়। আর সেটা করতেও ইচ্ছে করে না। এই সমস্যার সমাধান আছে।
আপনি চাইলেই আপনার পুরনো ফোনের কনট্যাক্ট সেভ করতে পারবেন নতুন ফোনে। তাও আবার মাত্র কয়েক মিনিটে।
অ্যান্ড্রয়েড ফোন থেকে নতুন ফোনে কনট্যাক্টগুলি কীভাবে নেবেন? প্রথমে আপনাকে যা করতে হবে তা হল, পুরনো অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে যেতে হবে।
এবার সেটিংস অ্যাপে অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন। এখানে Google অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যা আপনি নতুন স্মার্টফোনে ব্যবহার করতে চান।
এবার আপনাকে অ্যাকাউন্ট সিঙ্ক বা সিঙ্ক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে। তারপর নতুন একটি পেজে কনট্যাক্ট অপশনটি বেছে নিতে হবে।
এতে আপনি নতুন ফোনে Contact Details সহজেই পেয়ে যাবেন। আপনি নতুন ফোন ব্যবহার করার আগে, পুরনো Google অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
নতুন ফোনের পাশাপাশি Google অ্যাকাউন্ট লগ-ইন সিঙ্ক করতে হবে। এতে পুরনো ডিভাইসে সেভ করা সব কনট্যাক্ট নতুন স্মার্টফোনে পাওয়া যাবে।
আরও পড়ুন