3 January 2024
Google Map থেকেই শেয়ার করুন Live Location
credit: istock
TV9 Bangla
অচেনা রাস্তা মানেই Google Map-এর সাহায্য ছাড়া এক পা-ও চলা দায়। তবে সব সময় যে একদম সঠিক পথ দেখায় এমনটা নয়।
তবে এবার ইউজারদের জন্য দারুণ সুবিধা আনল গুগল ম্যাপ। রিয়েল-টাইম ম্যাপের লোকেশন শেয়ার করতে পারবেন খুব সহজে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে গুগল। থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই যেখানে আছেন তার লাইভ লোকেশন অন্যদের শেয়ার করতে পারবেন।
কীভাবে গুগল ম্যাপে শেয়ার করবেন লাইভ লোকেশন দেখে নিন। তবে খেয়াল রাখবেন, যাকে শেয়ার করবেন তার নম্বর কন্ট্যাক্ট লিস্টে থাকা উচিত।
এবার গুগল ম্যাপস খুলুন। সেখানে উপরে প্রোফাইল অপশনে ক্লিক করুন। এবার ‘Live Location’ অপশনে ট্যাপ করুন।
লোকেশন শেয়ার করার জন্য দুটি অপশন থাকবে - 1 ঘণ্টার জন্য অথবা যতক্ষণ না বন্ধ করছেন। তারপর যাকে পাঠাতে চান, তার ফোন নম্বর বা নাম টাইপ করুন।
এবার সিলেক্ট করে তাকে পাঠিয়ে দিন লাইভ লোকেশন। এই লোকেশন শেয়ারিং যখন খুশি বন্ধও করতে পারবেন। লোকেশন শেয়ারিংয়ের সময় কাস্টমাইজও করা যাবে।
টাইমের পাশে ‘+’ চিহ্নতে ক্লিক করে সময় বাড়াতে পারেন। এই লাইভ লোকেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল জিমেইল এবং মেসেজেও শেয়ার করতে পারবেন।
আরও পড়ুন