14 November 2023
স্মার্টফোন চার্জে বসিয়ে এসব কাজ ভুলেও নয়
আপনি স্মার্টফোনটি নতুন অবস্থায় যতটা ভাল চার্জ হয়, তেমন পুরনো হয়ে গেলে আর হয় না। অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দেয়।
খেয়াল করে দেখবেন, স্মার্টফোনের ব্যাটারিটি 80 শতাংশে চার্জ হয়ে যাওয়ার পরে আর দ্রুত চার্জ হতে চায় না।
স্মার্টফোন চার্জ করার সময় তোষক, বালিশে উপরে রাখবেন না। এতে আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম হতে পারে।
এবার আপনি সেই সব সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যার ফলে আপনার ফোনে সঠিকভাবে চার্জ হবে।
যদি স্মার্টফোনটি বারবার চার্জ করেন, তাহলে তা আজই বন্ধ করতে হবে। এতে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়।
সারা রাত আপনার স্মার্টফোনটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস ছাড়ুন। স্মার্টফোনটি 100 শতাংশ হওয়ার সঙ্গে সঙ্গেই চার্জার থেকে খুলে নিন।
স্মার্টফোন চার্জ করার জন্য সব সময় আসল চার্জার ব্যবহার করুন। লোকাল বা অন্য ফোনের চার্জার দিয়ে চার্জ করবেন না।
স্মার্টফোন চার্জ করার সময় ফোনে কথা বলা বা গেম খেলা একেবারেই উচিত নয়। এতে ব্যাটারির উপরে চাপ পড়ে ও চার্জও ধীরে হয়।
আরও পড়ুন