স্মার্টফোন আমাদের সর্বক্ষণের সঙ্গী। সেই স্মার্টফোন নিয়ে আমরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছি। বাড়ি এসে জামাকাপড় কাচছি, জুতোটা বাইরে খুলে ঘরে ঢুকছি, কিন্তু স্মার্টফোন সাফ করছি কি?
মনে রাখবেন, আপনার সাধের স্মার্টফোন কিন্তু ব্যাকটিরিয়ার আঁতুরঘর। তাই, প্রতিনিয়ত আপনার ফোন পরিষ্কার করা উচিত। তা না হলে সেখান থেকে বড় রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে।
আমরা অনেকেই স্মার্টফোন নিয়মিত পরিষ্কার করি। কিন্তু ফোন সাফ করার সঠিক পদ্ধতিটা না জেনেই তা পরিষ্কার করি। তাতে কাজের কাজ কিছু না হয়ে শেষমেশ ফোনটাই খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়।
স্মার্টফোন সবসময়ই মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত। তাতে আপনার আঙুলের ছাপও যেমন জলদি মুছে যায়, তেমনই আবার ব্যাকটিরিয়াও নিমেষে উধাও হয়ে যায়।
তার থেকেও বড় কথা হল, স্মার্টফোন বিশুদ্ধ জলে পরিষ্কার করা দরকার। সেক্ষেত্রে ট্যাপ ওয়াটারই ভাল। আবার আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়েও ফোন পরিষ্কার করতে পারেন।
ফোন পরিষ্কার করার আগে সেটিকে সুইচ অফ করুন। চার্জ যাতে না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখুন। প্রথমে শুকনো মাইক্রোফাইবার কাপড় দিয়ে সাফ করুন। তারপরে সেই কাপড়ে একবার হাল্কা করে জল বুলিয়ে পরিষ্কার করুন।
মাথায় রাখবেন, ফোন কখনও কাগজ বা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করতে যাবেন না। তাতে ফোনের স্ক্রিনে স্ক্র্যাচ পড়তে পারে। সবসময় মাইক্রোফাইবার কাপড় দিয়েই পরিষ্কার করুন।
সাবান জল, বা সার্ফ জল বা স্যানিটাইজ়ার দিয়ে ফোন পরিষ্কার করবেন না। স্ক্রিনের কোটিং নষ্ট করে দিতে পারে। তাছাড়াও ফোন পরিষ্কার করার জন্য কখনই তাতে সরাসরি লিক্যুইড স্প্রে করবেন না।
এভাবে দিনে অন্তত একবার ফোনটা সাফ করার চেষ্টা করুন। তাতে করে বিষয়টা আপনার অভ্যাসে পরিণত হবে। আর তাহলেই আপনি ডিভাইসটিকে হাইজেনিক রাখতে পারবেন এবং নিজের জীবনও রোগমুক্ত করে তুলতে পারবেন।