দ্রুত চার্জ শেষ হচ্ছে? হ্যাক হয়নি তো!
12 September 2023
প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বেড়ে চলেছে হ্যাকিংও। আর সবার প্রথমে হ্যাকারদের নজর পড়ছে মোবাইলের উপর।
এর একমাত্র কারণ হল মোবাইল হ্যাক করা খুবই সহজ। আর বর্তমানে বেশিরভাগ ব্যক্তিগত তথ্য মোবাইলেই থাকে।
কিন্তু স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে? তারও অনেকগুলি উপায় আছে। চলুন জানা যাক।
আপনার স্মার্টফোনে অজানা কল অথবা মেসেজ দেখতে পেলে সাবধান হোন। কোনওভাবেই তার রিপ্লাই করবেন না।
ফোন স্লো হয়ে গেলে সতর্ক হোন। কারণ অনেক সময় ফোন হ্যাক হয়ে গেলে তা ধীরে কাজ করতে শুরু করে।
আরও একটি জিনিস লক্ষ্য করবেন। তা হল ফোন গরম হওয়া। মোবাইল অতিরিক্ত গরম হলেও হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।
অনেক সময় ফোন হ্যাক হলে চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ফলে যদি আপনি মনে করেন, আপনার ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাহলে সচেতন হয়ে যান।
আরও পড়ুন