27 November 2023

শীতে বাইকের ইঞ্জিন ভাল রাখতে কী কী করবেন?

শীতের সময় বাইক চালানোর ঝুঁকি বেড়ে যায়, যা দুর্ঘটনাকে আরও বাড়িয়ে তোলে, বিশেষ করে শীতপ্রধান অঞ্চলে।

এই দুর্ঘটনাগুলির বেশিরভাগই ঘন কুয়াশার কারণে হয়। তাই তা উপেক্ষা না করে শীতকালে আপনার বাইকের যত্ন নিন।

তবে শুধু শীতকাল বলেই নয়, যে কোনও গাড়ি কিংবা বাইকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর তার সম্পূর্ণ চেক-আপ করানো উচিত।

এই শীতে আপনার বাইকের রক্ষণাবেক্ষণের জন্য এখানে কিছু টিপস দেখে নিন, যাতে পরে কোনও আফসোস করতে না হয়।

শীতের সময় ইঞ্জিনের একটু বেশি যত্ন নিতে হবে। দিনের প্রথমেই বাইকটি স্টার্ট দিয়েই চালাবেন না। চেষ্টা করবেন স্টার্টের পর কিছুক্ষণ বাইকটি আইডল আর পি এম এ রাখার।

এর 4-5 মিনিট পর চালাবেন। এতে ইঞ্জিন ভাল থাকবে। বাইকে শুধু পেট্রল নয়, এর সঙ্গে কিছুটা অকটেন মিশিয়ে নিন। শুধু পেট্রল ব্যবহার করলে শীতকালে সমস্যা হতে পারে।

বাইকের চেন নিয়মিত পরিষ্কার রাখুন। বাইকের চেন শীতকালে ধুলোবালির কারণে খুব ময়লা হয়। তাই চেষ্টা করবেন প্রতি 200 কিমি পর পর চেন পরিষ্কার করার।

চেন নিয়মিত পরিষ্কার না করলে এর ভেতরে জমে থাকা ধুলোবালির কারণে তা জ্যাম হয়ে যেতে পারে। ফলে রাস্তা ঘাটে সমস্যায় পড়তে পারেন।