16 November 2023

প্রিন্টারে কেনার আগে ভাবুন!

আজকাল শুধু অফিসে নয় বাড়িতেও প্রিন্টারের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বাড়িতে একটি প্রিন্টার থাকলে তার থেকে ভাল আর কী-ই বা হতে পারে।

বাজারে বর্তমানে অনেক ধরনের প্রিন্টার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের প্রিন্টার কেনা উচিত? সেটা অনেকেই বুঝতে পারেন না।

এমনকি প্রিন্টার কেনার আগে কোন কোন দিকে নজর রাখা উচিত, তাও অনেকেই জানেন না। একটি ভাল প্রিন্টার কেনার আগে অনেক কিছু মাথায় রাখা প্রয়োজন।

নতুন প্রিন্টার কিনতে গেলে বাজারে অনেক অপশন পাবেন। কিন্তু কোনটি আপনার জন্য সেরা হবে? জেনে নিন যাতে আপনাকে কেনার পরে কোনও আপসোস করতে না হয়।

প্রথমেই আপনার প্রিন্টারের বাজেট ঠিক করুন। বাজেট তৈরির সময় প্রিন্টারের দাম, রক্ষণাবেক্ষণের খরচ, কালি সব কিছু মাথায় রেখেই বাজেট ঠিক করুন।

কী কারণে ব্যবহার করবেন তা আগে ঠিক করে নিন। অর্থাৎ আপনি কি জন্য প্রিন্টার কিনছেন তা জানা গুরুত্বপূর্ণ।

প্রিন্টার সাধারণত ব্যক্তিগত ব্যবহার, ছোট অফিসের কাজ বা বড় কোনও ব্যবসার জন্য কেনা হয়। তাই আপনার চাহিদার কথা মাথায় রেখেই নতুন প্রিন্টার কিনুন।

প্রিন্টারের খরচের দিকেও নজর দিন। দীর্ঘ সময় ধরে প্রিন্টার ব্যবহার করলে কালি এবং টোনার পরিবর্তন করতে হয়।