AI ছবি বানান এক চুটকিতে

25 August 2023

ছবি এডিট করতে পছন্দ করেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে এখন ছবি এডিট করা সহজ হয়ে গিয়েছে।

বর্তমানে এই প্রযুক্তির সাহায্যে অনেকেই দুর্ধর্ষ ছবি বানিয়ে ফেলছেন। তাছাড়া এই ধরণের ছবি বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ডিং।

আপনাকে এমন কিছু AI টুল সম্পর্কে জানানো হবে, যার সাহায্যে আপনি দুর্ধর্ষ ছবি বানিয়ে ফেলতে পারবেন।

এই AI টুলগুলিতে ব্যবহার করা হয় অ্যাডভান্সড মেশিন লার্নিং প্রযুক্তি। তারফলেই তৈরি করা যায় অসাধারণ সব ভিজুয়াল।

এই মুহূর্তে অজস্র AI ইমেজ জেনারেটর রয়েছে। তবে বেশিরভাগ AI টুল ব্যবহার করার জন্য টাকা খরচ করতে হয়।

আপনাকে বিনামূল্যে ব্যবহার করা যায় এমন কিছু টুল জানানো হবে। এছাড়াও সেগুলি ব্যবহার করা খুবই সহজ।

Canva খুবই ইউজার ফ্রেন্ডলি AI ইমেজ জেনারেটর। ওয়েব এবং মোবাইল অ্যাপ দুই ভাবেই ব্যবহার করতে পারেন।

Midjourney AI ব্যবহার করতে পারেন। এটি একটি ওয়েব ভার্সন। এখানে দুর্দান্ত হাই কোয়ালিটি AI ছবি তৈরি করতে পারবেন।

Dall-e 2 একটি জনপ্রিয় AI টুল। এই টুলে টেক্সট প্রম্পট দিয়ে আপনি নিজের মতো করে ছবি তৈরি করতে পারবেন।