11 November 2023
ফোন আপডেট করা জরুরি কেন?
প্রতিটি স্মার্টফোন কোম্পানির তরফে তাদের ফোনের গ্রাহকদের কাছে একটি নির্দিষ্ট সময় অন্তর সফটওয়্যার আপডেট পাঠানো হয়ে থাকে।
সেটা কখনও এক মাস অন্তর হতে পারে, কখনও সপ্তাহ। আর এই সফটওয়্যার আপডেট এলে আপনার ফোনে একটি নোটিফিকেশন শো করে।
ফোনের তরফে আপনাকে বলা হয় এই নতুন আপডেটটিকে যাতে আপনি ফোনে ইনস্টল করে নেন। কিন্তু অনেক সময়ই সেই নোটিফিকেশন দেখেও দেখে না বহু মানুষ।
লত দুই ধরনের সফটওয়্যার আপডেট দেখা যায় ফোনে। সিকিউরিটি কোড আপডেট এবং এডিসন আপডেট। এই দুই ধরনের আপডেটই গুরুত্বপূর্ণ।
অধিকাংশ সময়ই এড়িয়ে যাওয়া হয়। কিন্তু ফোন আপডেট করা ভীষণই জরুরি। ফোনের নিরাপত্তার জন্য এই আপডেট পাঠায় কোম্পানি।
আপনার ফোনে যদি কোনও বাগ থেকে থাকে বা কোনও ভুল থেকে থাকে তাহলে সেটা এই নিরাপত্তা বা সিকিউরিটি আপডেট ঠিক করে দেয়।
ফটওয়্যার আপডেট যে কেবল ফোনের নিরাপত্তার জন্য জরুরি এমনটা একদমই নয়। এটা ফোনের স্পিড ঠিক রাখতে আপডেট প্রয়োজন।
সফটওয়্যার আপডেট করলে ব্যাটারি লাইফ বাড়ে। একই সঙ্গে বাড়ে ক্যামেরার কাজ করার ক্ষমতা। এমনকি দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যাও মেটে।
আরও পড়ুন