28 November 2023

ফোন খুঁজে পেতে Find My Device অ্যাপ কেন দরকার?

চুরি হয়ে যাওয়া ফোনও খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। এমনকি নেট অফ থাকলেও আপনি ফোনের লোকেশন জানতে পারবেন। কিন্তু কীভাবে?

বর্তমানে গুগল প্লে স্টোর-এ Find My Device নামক একটি অ্যাপ রয়েছে, তার মাধ্য়মে ইউজাররা চুরি যাওয়া ফোন খুঁজে পেতে পারবেন।

ফোনের ইন্টারনেট কানেকশন অফ থাকলেও এই ফিচার কাজ করবে। অর্থাৎ ইন্টারনেট ছাড়াই এই অপশনগুলিকে অ্যাক্সেস করা যাবে।

কিন্তু এই Find My Device অ্য়াপটি কীভাবে ব্যবহার করবেন, তা জানা আছে কি? প্রথমে আপনাকে অ্য়াপটি ডাউনলোড করতে হবে।

এরপর চুরি হওয়া ফোনটি যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল, সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্য়াপটি সাইন ইন করতে হবে। এরপর অনেকগুলি অপশন আসবে।

এর মধ্যে প্লে সাউন্ড অপশনটি বেছে নিতে হবে। তারপর সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করতে পারবেন।

অ্য়াপটিতে ইরেজ ডিভাইস নামে একটি অপশন আছে। এর সাহায্যে ফোনে মজুত থাকা যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফোল্ডার ডিলিট করে দিতে পারবেন ইউজাররা।

এতে চুরি যাওয়ার পরেও আপনার ফোনটিকে অন্য কেউ কোনওভাবেই সেগুলির অ্যাক্সেস করতে পারবে না। এতে প্রতারণা হওয়ার সম্ভাবনাও কম।