19 November 2023

WhatsApp-এ ভয়েস স্ট্যাটাস শেয়ার করতে চান?

WhatsApp-এ অনেককেই ভয়েস স্ট্যাটাস শেয়ার করতে দেখেন। কিন্তু কিছুতেই বুঝতে পারেন না যে কীভাবে করবেন?

WhatsApp বেশ অনেকদিন আগেই এই ফিচার নিয়ে এসেছে সমস্ত ব্যবহারকারীদের জন্য। চলুন দেখে নেওয়া যাক ভাবে ভয়েস নোট স্ট্যাটাসে দেবেন?

এর জন্য প্রথমে আপনাকে ফোনে-এ WhatsApp খুলতে হবে। আপনি অ্যাপটি খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিনের নীচে স্ট্যাটাস ট্যাবটি পাবেন।

স্ট্যাটাস ট্যাবে, আপনি একটি পেন্সিলের মতো আইকনটি দেখতে পাবেন। স্ক্রিনের নীচে ডানদিকে পেন্সিলটি থাকবে।

এরপরে আপনার ভয়েস মেসেজ রেকর্ড করতে, আপনাকে মাইক্রোফোন আইকনে ট্যাপ করতে হবে। ভয়েস মেসেজ রেকর্ড করতে, মাইক্রোফোন আইকনটিকে কিছুক্ষণ ক্লিক করে রাখতে হবে।

আপনি যতক্ষণ রেকর্ড করতে চান, ততক্ষণই আপনাকে সেটি ক্লিক করে রাখতে হবে। তবে আপনি শুরুতে 30 সেকেন্ড পর্যন্তই মেসেজ রেকর্ড করতে পারবেন।

রেকর্ড করার পরে আপনি মাইক্রোফোন আইকনটি ছেড়ে দিন। আর সেন্ড আইকনে ক্লিক করুন। এবার আপনার সেই ভয়েসটি আপনি স্ট্যাটাসে দিয়ে দিতে পারবেন।

আপনি চাইলে ভয়েস স্টেটাসটি শুধুমাত্র সেই লোকেদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যাদেরকে আপনি আপনার স্টেটাস প্রাইভেসি সেটিংয়ে বেছে নিয়েছেন।