লুকিয়ে রাখুন ফোনের ব্যক্তিগত চ্যাট

25 August 2023

হোয়াটসঅ্যাপে অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে। তার মধ্যেই একটি ফিচার বিরাট জনপ্রিয় হয়ে উঠেছে।

সেই নতুন ফিচারের সুবিধা হল আপনার হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথাবার্তা কেউ দেখতে পাবে না।

চ্যাট লক ফিচার নিয়ে এসেছে এই সুবিধা। অনেকেই ইতিমধ্য়ে ফিচারটি ব্যবহার করতে শুরু করেছে।

আপনি যদি এখনও না করে থাকেন, তাহলে জেনে নিন কীভাবে চ্যাট লক ফিচার ব্যবহার করবেন

প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপরে কনট্যাক্টের প্রোফাইল সেকশনে যান।

এবার সেখানে স্ক্রল করে নীচে গিয়ে চ্যাট লক ফিচারে গিয়ে ট্যাপ করুন।

'লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট' অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করলেই চ্যাট লক হয়ে যাবে।

তবে আপনি বায়োমেট্রিক বিবরণ বা আপনার পাসওয়ার্ড ব্যবহার করেও আপনার চ্যাট লক করতে পারবেন।

আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক বিবরণ দিয়ে আপনার ব্যক্তিগত চ্যাট লক করে রাখতে পারবেন।