5 November 2023
স্মার্টওয়াচের এই 7 ব্যবহার না জানলেই নয়
আজকাল বাসে,ট্রেনে, পথে-ঘাটে সব জায়গাতেই এখন মানুষের হাতে দেখা যায় স্মার্টওয়াচ। কিন্তু এর অনেক ফিচার সম্পর্কেই মানুষ জানে না।
মাঝে মধ্যে কয়েকটি ফিচার ব্যবহার করা ছাড়া অধিকাংশ সময় স্ক্রিন অফ থাকে স্মার্টওয়াচের। দাম দিয়ে কেনা স্মার্টওয়াচের এত কম ব্যবহার কেন করবেন?
তাই স্মার্টওয়াচের এই 7 ব্যবহার অবশ্যই জানা দরকার। স্মার্টওয়াচটিকে এভাবে ব্যবহার করলে, আপনার অনেক দৈনন্দিন কাজ সহজ হয়ে যাবে।
বর্তমানে বহু কম দামি এই স্মার্টওয়াচেও ব্লুটুথ কলিং ফিচারটি পাওয়া যায়। ফলে স্মার্টফোন হাতে নিতে অসুবিধা হলে স্মার্টওয়াচের এই ফিচারটি কাজে লাগাতে পারেন।
মিউজিক কন্ট্রোলার হিসেবেও আপনি আপনার সাধের স্মার্টওয়াচটিকে ব্যবহার করতে পারেন। তার জন্য স্মার্টওয়াচেই রয়েছে ওয়্যারলেস কন্ট্রোল মিউজিক প্লেব্যাক।
স্মার্টওয়াচটি দিয়ে ফোনের ক্যামেরাও কন্ট্রোল করতে পারবেন। মিউজিক কন্ট্রোলের মতোই কাজ করে ক্যামেরা কন্ট্রোল ফিচার।
শরীরে অক্সিজেনের মাত্রাও দেখে নিতে পারবেন আপনার স্মার্টওয়াচ দিয়ে। বর্তমানে অনেক কম দামের ঘড়িতেও এই ফিচার থাকে।
ফাইন্ড মাই ফোন অপশনটিকে কাজে লাগাতে পারেন, যখন দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। স্মার্টফোন হারিয়ে গেলেও এই ফিচারটি কাজে আসতে পারে।
আরও পড়ুন