কীভাবে আধার কার্ড দিয়ে জালিয়াতি হচ্ছে?

1 october 2023

আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। অর্থাৎ আধার কার্ডেই লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত তথ্য।

এর মানে আধার কার্ডটি হ্যাকারদের হাতে পড়লে, আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা তারা কয়েক সেকেন্ডে হাতিয়ে নেবে।

অথচ আপনি আপনার আধার কার্ডটি সব জায়গায় জমা দিয়ে দেন। আপনি একবারও ভাবেন না, এতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটির টাকা গায়েব হতে পারে।

এই জন্য, আপনাকে এমন 5টি জিনিস জানানো হবে, যাতে আপনি সবসময় নিরাপদ থাকতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক।

আপনি জালিয়াতি বা কেলেঙ্কারী এড়াতে আপনার আধার বায়োমেট্রিক লক করতে পারেন, UIDAI-এ এমন একটি ফিচার আছে।

আর সেই ফিচারই একমাত্র আপনাকে বাঁচাতে পারে। আপনি UIDAI ওয়েবসাইট থেকেই আপনার বায়োমেট্রিক ডেটা লক করতে পারেন।

আপনি আপনার বায়োমেট্রিক ডেটা সাময়িকভাবে লক করতে পারবেন। এমন করলে কোনও প্রতারক আপনার বায়োমেট্রিক চুরি করতে পারবে না।

যে কোনও কাজে আপনার আসল আধার কার্ড দেওয়ার পরিবর্তে, ফটো কপি ব্যবহার করুন। যদি একান্তই আসল আধার কার্ডের প্রয়োজন হয়, তবে কাউকে দেওয়ার আগে সব জেনে নিন।