25 October 2023

রেফ্রিজারেট গরম হলেই সাবধান

রেফ্রিজারেটর বিস্ফোরণের আগে থেকেই আপনি বুঝতে পারেন, যে তাতে কী কী সমস্যা দেখা দিচ্ছে। হঠাৎ ফ্রিজটি শব্দ করতে শুরু করবে।

ঠান্ডা হতে চাইবে না। যখন রেফ্রিজারেটর ঠিকভাবে কাজ করে, তখন কম্প্রেসার থেকে একটি হালকা আওয়াজ আছে।

যদি আপনার ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ না করে, তাহলে সেই আওয়াজ অনেকটাই বেড়ে যায়। তাই আপনাকে সেই দিকে বিশেষ নজর দিতে হবে।

রেফ্রিজারেটরে আগুন ধরে যায় কেন? তার কারণ জানাও প্রয়োজন। রেফ্রিজারেটর বিস্ফোরণের পিছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হল কম্প্রেসার।

ফ্রিজে রাখা জিনিসগুলিকে ঠান্ডা করতে কম্প্রেসার ব্যবহার করা হয়, কিন্তু যখন এতে কোনও সমস্যা হয়, তখনই আসল বিপদ দেখা দেয়।

বিস্ফোরণের আগে রেফ্রিজারেটরের পিছনের দিক খুব গরম হয়ে যায়। এই কারণে, ফ্রিজের কম্প্রেসার ঠিকভাবে কাজ করতে পারে না। আর তাতেই হঠাৎ আগুন ধরে যায় ফ্রিজে।

এবার প্রশ্ন হল ফ্রিজ গরম হয়ে গেলে কী করবেন? যদি বুঝতে পারেন ফ্রিজটি গরম হয়ে যাচ্ছে, এমনকি ঠান্ডা হতেও চাইছে না।

তখন প্রথমেই ফ্রিজটি বন্ধ করে দিন। যাতে কোনওরকম বিদ্যুৎ সংযোগ তাতে না থাকে। তারপর ধীরে ধীরে ফ্রিজটি বাইরে থেকেই ঠান্ডা হয়ে যাবে।