ডার্ক ওয়েবের অজানা দিক, কী হয় এখানে?

7 October 2023

প্রতারণার একটা দিক বন্ধ করলে সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে অন্য আর একটি দিক। আর প্রতারকরাও থেমে নেই। সাজাচ্ছে একের পর এক ছক।

ডার্ক ওয়েবে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য গেলে তা একাধিক অপরাধমূলক কাজে ব্যবহার করা হতে পারে। যার জন্য বিগত দিনে নিরাপত্তা স্তর বাড়িয়েছে গুগল।

তবে ডার্ক ওয়েবে যদি কোনও তথ্য আপলোড হয়ে যায় তা জানবেন কী ভাবে? চিন্তা নেই। এর জন্য আপনাকে বিশেষ রিপোর্ট বানিয়ে দেবে গুগল।

কোনও ইউজারের তথ্য যদি ডার্ক ওয়েবে থাকে তাহলে স্ক্যান করে আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবে গুগল।

চলতি বছরের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফিচার লঞ্চ করেছিল গুগল। সম্প্রতি ভারতেও সেই ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি।

তবে ডার্ক ওয়েব কী? ডার্ক ওয়েব হল ইন্টারনেটের এমন এক অজানা দিক, যা সহজে অ্যাক্সেস করা যায় না। এখানে মূলত হ্যাক হওয়া তথ্যের কেনা-বেচা হয়ে থাকে।

প্রথমে আপনাকে স্ক্যান করার জন্য onegoogle.com ওয়েবসাইটে যেতে হবে। এবার একটি ‘Dark Web Report’ নামে অপশনে ক্লিক করতে হবে।

তারপর Try Now অপশনে ক্লিক করলেই আপনাকে Run Screen অপশন দেখতে পাবেন। তার তাতে ক্লিক করলেই কাজ শেষ। তবে এই সুবিধার জন্য গুগল ওয়ান সাবস্ক্রাইব করতে হবে ইউজারদের।