Whatsapp-এ লুকিয়ে দেখুন অন্যের স্টেটাস

29 September 2023

আপনি যদি কারও হোয়াটসঅ্যাপের স্টেটাস লুকিয়ে দেখতে চান, তাহলে সেটাও পারবেন। কিন্তু অনেকেই এটা জানেন না।

এই কাজটি আপনি হোয়াটসঅ্যাপের ‘রিড রিসিপ্টস’ ফিচারের মাধ্যমে করতে পারবেন। ফলে সে জানতে পারবে না, আপনি তার স্টেটাস দেখেছেন কি না।

তবে তার জন্য আপনাকে বিশেষ কিছু পদক্ষেপ মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্য়বহার করবেন হোয়াটসঅ্যাপের এই ফিচার।

প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন। তারপরে  ডান-দিকের কর্নারে দেখতে পাবেন তিনটি ডট, সেখানে ট্যাপ করুন।

যতগুলি অপশন আপনাকে দেখানো হচ্ছে, সেখান থেকে ‘সেটিংস’ অপশনটি বেছে নিন। এরপর নতুন কিছু অপশন দেখতে পাবেন।

এবার ‘অ্যাকাউন্ট’ অপশনে চলে যান এবং তারপরে সেখানে ‘প্রাইভেসি’ অপশন দেখতে পাবেন। এবার সেই অনশনে ট্যাপ করুন।

আপনার স্ক্রিনে প্রাইভেসি উইন্ডো একবার খুলে গেলে একটু স্ক্রল ডাউন করলেই সেই ‘রিড রিসিপ্টস’ অপশনটি দেখতে পাবেন।

সবশেষে ওই ‘রিড রিসিপ্টস’ অপশনটি আনটিক করুন। এই ফিচারটি কাজে লাগিয়ে আপনি যার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, তিনি জানতে পারবেন না।