পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে জানুন জরুরি তথ্য

29 September 2023

অনেকদিন ধরেই একটি পাওয়ার ব্যাঙ্ক কেনার প্ল্যান করছেন? কিন্তু ঠিক কোনটি কিনলে আপনার জন্য উপযুক্ত হবে বুঝতেই পারছেন না।

পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কিছু বিশেষ বিষয়ে নজর রাখা প্রয়োজন। এতে কেনার পরে আর আপনাকে আফসোস করতে হবে না।

বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তাই এমন একটি পাওয়ার ব্যাঙ্ক কিনুন, যা ফাস্ট চার্জ করতে পারবে।

আপনি যদি 10,000 বা 20000mAh পাওয়ার ব্যাঙ্ক কেনেন, তাহলে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ কেনা উচিত। নাহলে আপনার চার্জিং ক্ষমতাকে স্লো করে দেবে।

দাম বেশি হলেও একটি ভাল কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক কিনুন। অর্থাৎ খুব সস্তার কোনও পাওয়ার ব্যাঙ্ক কিনবেন না।

ইউএসবি টাইপ-C এবং ইউএসবি টাইপ A পোর্ট রয়েছে, এমন একটি পাওয়ার ব্যাঙ্ক কিনুন। এতে চার্জ ভাল হবে।

পাওয়ার ব্যাঙ্ক যদি মাইক্রো ইউএসবি হয় তবে তা ঠিকভাবে কাজ করবে না। কারণ এখন বেশিরভাগ স্মার্টফোনেই টাইপ-সি পোর্টের।

আপনার স্মার্টফোনে যদি 4000 বা 5000 mAh ব্যাটারি থাকে তাহলে আপনার জন্য 10000mAh পাওয়ার ব্যাঙ্ক কেনার চেষ্টা করুন।