সেকেন্ড হ্যান্ড স্মার্টওয়াচ কিনলে 5 তথ্য আবশ্যিক

29 September 2023

আপনি যদি অ্যাপলের স্মার্টওয়াচ কেনার প্ল্যান করেন, তবে আপনার কাছে একটি বিরাট সুযোগ আছে। আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড অ্যাপল স্মার্টওয়াচ কিনতে পারেন।

তবে তার আগে আপনাকে জানানো হবে, অ্যাপল থেকে একটি সেকেন্ড হ্যান্ড ওয়াচ কেনার সময় কী-কী বিষয় মাথায় রাখবেন।

শুধুমাত্র অ্যাপলের ক্ষেত্রে নয়, আপনি অন্যান্য স্মার্টওয়াচগুলিতেও এই টিপসগুলি কাজে লাগাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক।

স্মার্টওয়াচের ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন। এটি প্রায় 80% বা তার বেশি হওয়া উচিত। যদি ব্যাটারি চার্জের শতাংশ খুব কম হয়, তাহলে বুঝবেন স্মার্টওয়াচের ব্যাটারি ব্যাকআপ ভাল নয়।

ব্যাটারির অবস্থা পরীক্ষা করতে, Settings-এ গিয়ে Battery অপশনে যান। সেখানেই আপনি ব্যাটারি সম্পর্কিত সব তথ্য পেয়ে যাবেন।

স্মার্টওয়াচ কেনার আগে বিল দেখে নিন। শুধুই বিল নয় সেই সঙ্গে বাক্স এবং এতে লেখা সিরিয়াল নম্বরটি পরীক্ষা করুন।

আপনি অনলাইনে স্মার্টওয়াচের সিরিয়াল নম্বরও দেখতে পারেন। শুধুমাত্র সার্টিফাইড জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড স্মার্টওয়াচ কিনুন।

মধুর চাহিদা সারা বছরই গৃহস্থ ঘরে থাকে। ঠান্ডা লাগা, সর্দি-কাশির সমস্যায়, মেদ ঝরাতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিভিন্ন সংক্রমণ রুখতে মধুর জুড়ি মেলা ভার