19 November 2023

WhatsApp-এ চ্যানেল ফিচারটিকে না চাইলে সরিয়ে ফেলুন

আপনি যদি চ্যানেল আপডেটটি থেকে রেহাই পেতে চান, তাহলে আর জন্য একটি সহজ উপায় আছে। আপনি চ্যানেল ফিচারটিকে সরিয়ে ফেলতে পারবেন।

এর জন্য সবার প্রথমে আপনাকে যা করতে হবে তা হল, চ্যাট ব্যাকআপ। হোয়াটসঅ্যাপ মুছে ফেলা এবং আবার ডাউনলোড করা।

তারপরে আপডেট ট্যাবে যেতে হবে। এবার View Updates অপশনে ক্লিক করুন। এতে আপনার স্ট্যাটাস উপরের দিকে দেখাতে শুরু করবে এবং চ্যানেলগুলো নিচে চলে যাবে।

এই পুরো ফিচারটিই নিচে চলে যাবে। আর আপনার হোয়াটসঅ্যাপ একেবারে আগের মতোই থাকবে। প্রয়োজনে অ্যাপটিকে মুছেও ফেলতে পারেন।

তবে এই উপায়টি অ্যাপ মুছে ফেলার আগেও একবার চেষ্টা করে দেখতে পারেন। যদি না হয়, তখন মুছে ফেলে আবার ডাউনলোড করে নেবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহার করবেন কীভাবে?

এর জন্য প্রথমেই আপনাকে WhatsApp অ্যাপের লেটেস্ট ভার্সনটি আপডেট করতে হবে। ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ রয়েছে।

তারপরে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। স্ক্রিনের ঠিক উপরের দিকে ‘Updates’ ট্যাবটিতে ট্যাপ করলেই দেখতে পাবেন একাধিক চ্যানেলের তালিকা।

একটি চ্যানেল ফলো করতে আপনাকে প্রথমে ‘+’ বাটনে ক্লিক করতে হবে, যা আপনি চ্যানেলের নামের পাশেই দেখতে পাবেন।