28 October 2023
WhatsApp-এ লুকিয়ে ফেলুন লক করা চ্যাট
মেটা-র মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp আরও একটি নতুন ফিচার আনার প্ল্যান করেছে।
এই ফিচারের ফলে খুব শীঘ্রই লকড চ্যাট হাইড বা গোপন করে রাখতে পারবেন। গ্রাহকদের ভাল সুরক্ষা দিতেই এই পরিকল্পনা।
একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, লকড চ্যাট হাইড করার অপশন আনার জন্য বর্তমানে কাজ চলছে। তবে আসতে আর বেশিদিন বাকি নেই।
পরবর্তীকালে অ্যাপটি আপডেট করা হলে এই ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা। বর্তমানে লকড চ্যাটসের অ্যাকসেসের এন্ট্রি পয়েন্ট সর্বক্ষণই চ্যাটলিস্টে দেখা যায়।
এই ফিচার এনেবল করার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বারে একটি সিক্রেট কোড দিয়ে এন্ট্রি পয়েন্ট মুছে দিয়ে লকড চ্যাটের তালিকা দৃশ্যমান করতে পারবেন।
রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, ব্যবহারকারীরা অনেক সময় সংবেদনশীল অথবা গোপন বিষয়ে কথা বলেন। আর সেটা তাঁরা অন্যদের থেকে গোপন বা হাইড করতে চান।
লকড চ্যাটের এন্ট্রি পয়েন্ট হাইড করা থাকলে অন্য কারওর হাতে ফোন পড়লেও অসুবিধা হবে না। কারণ তাঁরা বুঝতেই পারবেন না যে, ফোনে লকড চ্যাট রয়েছে।
অর্থাৎ নয়া এই ফিচার কথোপকথনের গোপনীয়তা বাড়াতে সাহায্য করবে। আপনি যদি কারও সামনে অ্যাপটি খোলেন, তাহলে সে উপর থেকে দেখে কিছুই জানতে পারবে না।
আরও পড়ুন