আমাদের দৈনন্দিন জীবনে গ্রুপ ভিডিয়ো বা ভয়েস কল কতটা যে জরুরি, তা পরিষ্কার করে দিয়েছিল কোভিড অতিমারি। জ়ুম সেই সময় আমাদের জীবন অনেকটাই সহজ করে দিয়েছিল।
WhatsApp-এর কাছেও গ্রুপ কলিংয়ের ফিচার আগেই ছিল। কিন্তু সেখানে এতদিন একটা সীমিত সংখ্যক মানুষকে নিয়েই গ্রুপ ভিডিয়ো বা ভয়েস কল করা যেত। এখন আপনি হোয়াটসঅ্যাপে 31 জনকে নিয়ে গ্রুপ কল করতে পারবেন।
WhatsApp Group Call করতে প্রথমেই আপনাকে অ্যাপটি খুলতে হবে। তারপরে কলস ট্যাবে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনাকে New Call > New Group Call, পরপর এই দুটি অপশনে যেতে হবে।
এবার আপনার হোয়াটসঅ্যাপের যে-যে কন্ট্যাক্টকে আপনি সেই গ্রুপ কলে যোগ করতে চান, তাদের এক-এক করে অ্যাড করুন। তারপরই আপনাকে ভয়েস কলে ট্যাপ করতে হবে। এখন বুঝতে পারছেন, কতটা সহজে এই কাজ করতে পারেন!
একসঙ্গে আপনি 31 জন মানুষকেই এই ভাবে যোগ করিয়ে গ্রুপ কল করতে পারেন। এর ফলে এখন হোয়াটসঅ্যাপেও অফিসের জরুরি মিটিং থেকে টিউশনের ক্লাস ইত্যাদির অনেক কিছুই সম্ভব হবে।
এতদিন একটা বড় সংখ্যক মানুষকে নিয়ে গ্রুপ কল করতে আমাদের জ়ুমের উপরে নির্ভর করে থাকতে হত। কিন্তু এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী হোয়াটসঅ্যাপ থেকেও এই ধরনের গ্রুপ কল করতে পারব আমরা।
তবে প্রাথমিক ভাবে এই ফিচারটি নিয়ে আসা হয়েছে iPhone ব্যবহারকারীদের জন্য। শীঘ্রই তা Android ইউজ়ারদের জন্যও নিয়ে আসা হবে বলে খবর। এই ফিচারের জন্য WhatsApp 23.21.72 আপডেট রোলআউট করেছে iOS-এর ক্ষেত্রে।
iPhone ব্যবহারকারীরা যদি এখনও এই ভাবে 31 জনকে নিয়ে গ্রুপ কল করতে না পারেন, তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে যান। অথবা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে দ্রুত আপডেট করে নিন।