হোয়াটসঅ্যাপ হল সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যার ব্যবহারকারীর সংখ্যা 2 বিলিয়নেরও বেশি। এতে একের পর এক নতুন ফিচার যুক্ত হয়।
এরকম অনেক ফিচার এতে দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আপনাকে এমন 5টি ফিচার সম্পর্কে জানানো হবে, যা সম্প্রতি লঞ্চ হয়েছে।
WhatsApp-এ এখন চ্যাট লক করে রাখতে পারবেন। এখানে ব্যবহারকারীরা যে কোনোও নির্দিষ্ট চ্যাট লক করতে পারবেন। এটি আপনার ব্যক্তিগত চ্যাটকে নিরাপদ রাখবে।
আপনি HD কোয়ালিটিতে ছবি পাঠাতে পারবেন, ভিডিয়োও দেখতে পারবেন। সংস্থাটি হোয়াটসঅ্যাপে হাই-ডেফিনিশন (HD) ছবি পাঠানোর ফিচার নিয়ে এসেছে।
Android এবং iOS উভয় ডিভাইস থেকেই WhatsApp-এ HD ফটো পাঠাতে পারবেন। কোম্পানি শীঘ্রই HD ভিডিয়ো ফিচারও নিয়ে আসতে চলেছে।
আরও একটি নতুন ফিচার হল শর্ট ভিডিয়ো ম্যাসেজ। আপনি খুব সহজেই এখন বন্ধু এবং পরিবারের সঙ্গে চ্যাটের সময় ভিডিয়ো ম্যাসেজ পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে কল এলে অটোমেটিক মিউট করে দিতে পারবেন। এই ফিচারটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে।
হোয়াটসঅ্যাপের আরও একটি নতুন ফিচার হল ম্যাসেজ এডিট করা। আপনি যদি কাউকে ভুল করে কোনও ম্যাসেজ পাঠিয়ে থাকেন, তবে তা এডিট করতে পারবেন।