হোয়াটসঅ্যাপ প্রায়শই কোনও না কোনও নতুন ফিচার নিয়ে হাজির হয়। আর তারপর সেই সব ফিচারের জনপ্রিয়তা তুঙ্গে থাকে।
কোম্পানিটি বছরের শুরু থেকেই অনেক ফিচার যুক্ত করেছে অ্যাপে। চলতে বছরে আরও কিছু নতুন ফিচার আসতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
‘Recent History Sharing’ ফিচারটি গ্রুপের জন্য আনতে চলেছে কোম্পানিটি। এতে কোনও গ্রুপে নতুন ব্যক্তি অ্যাড হলে তিনি গত 24 ঘন্টার চ্যাটগুলি দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপ একাধিক অ্যাকাউন্ট ফিচার নিয়ে কাজ করছে, যাতে আপনি একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
শীঘ্রই আপনি WhatsApp-এ টেক্সট ফরম্যাট করার ফিচার পাবেন। এর মানে আপনি আপনার পছন্দ মতো ফরম্যাট দিয়ে মেসেজ লিখে পাঠাতে পারবেন। বর্তমানে আমরা শুধুমাত্র বোল্ড, ইটালিক ইত্যাদি ফন্ট ব্যবহার করা যায়।
ইমেল লিঙ্ক ফিচারটিও আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এতে শীঘ্রই আপনি ইমেলের মাধ্যমেও আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইমেল লিঙ্ক করতে হবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার চালু করেছে কোম্পানিটি। তবে এটিকে এখনও আসন্ন ফিচারের রাখা হচ্ছে। কারণ সবার জন্য এখনও চালু করা হয়নি।
চলতি বছরের শুরুতে, সংস্থাটি 9টিরও বেশি দেশে চ্যানেল ফিচারটি চালু করেছে। এটি আপনি না পেয়ে থাকলে, এখনও কিছুদিন অপেক্ষা করুন।