15 November 2023

কীভাবে কাজ করছে হোয়াটসঅ্যাপ ভয়েস চ্যাট ফিচার?

একের পর এক নতুন ফিচার এনে হাজির করে হোয়াটসঅ্যাপ। এতে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্ৰুপ চ্যাট তৈরি করার অপশন রয়েছে।

এই অবস্থায় গ্রূপের সদস্যরা যাতে ভালভাবে কমিউনিকেট করতে পারে, তার জন্য নতুন ফিচার আনল কোম্পানিটি।

নতুন ভয়েস চ্যাট ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে যে বড় গ্ৰুপগুলো রয়েছে, তার জন্য গ্ৰুপ কলের ফিচার এনেছে কোম্পানিটি।

কিন্তু ভয়েস চ্যাট ফিচার আসার ফলে কমিউনিকেশন আরও সহজ হবে বলেই জানাচ্ছে হোয়াটসঅ্যাপ। কিন্তু কারা পাবে এই নতুন ফিচার?

যে সব হোয়াটসঅ্যাপ গ্রূপে সদস্য সংখ্যা 33 থেকে 128 সেখানেই পাওয়া যাবে এই সুবিধা। অর্থাৎ সমস্ত গ্রুপে থাকবে না এই ফিচার।

অন্যদিকে গ্ৰুপ কল ফিচার সেই সব গ্রুপেই কাজ করবে, যে গ্রুপে 32 জন সদস্য রয়েছে। সংস্থা আরও জানিয়েছে, শুধুমাত্র প্রাইমারি ডিভাইসেই পাওয়া যাবে এই সুবিধা।

লিঙ্কড ডিভাইসে এই সুবিধা থাকবে না। আর এই ভয়েস চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ প্রাইভেসিতে কোনও সমস্যা হবে না।

গ্রূপের সাইজ 32 জনের বেশি হলে সকলের সঙ্গে গ্ৰুপ কল করার দরকার পড়বে না। ভয়েস চ্যাটে যোগ দিয়েও গ্রুপে করা যাবে মেসেজ।