রাত্রে কেন WiFi রাউটার বন্ধ করবেন?

14 September 2023

আজকাল অনেকের বাড়িতেই ওয়াইফাই রাউটার থাকে। এমনকি দরকার না পড়লেও তা দিন রাত চলতেই থাকে।

অনেকেই জানেন না, সারাদিন বা রাতে ওয়াইফাই চলতে থাকলে বাড়িতে অনেক ধরনের সমস্যা দেখা যায়। সেই সঙ্গে শরীরেও জন্মায় অনেক রোগ।

আপনার বাড়ির ওয়াইফাই রাউটার যদি সারারাত চলতে থাকে, তবে তা থেকে নির্গত ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে শরীরে অনেক রোগ দেখা দিতে পারে।

ওয়াইফাই থেকে প্রচুর পরিমাণে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়, যা শরীরের পক্ষে বিরাট ক্ষতিকর। ফলে আসল বিপদ তাতেই।

আপনি যদি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে রাতে শুতে যাওয়ার সময় ওয়াইফাই রাউটার বন্ধ করে দিন।

এছাড়াও যখন আপনি ওয়াইফাই ব্যবহার করবেন না, তখন বন্ধ করে রাখুন। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে শরীরে এমন কিছু রোগ দেখা দিতে পারে, যা খুবই বিপজ্জনক।

সারারাত ওয়াইফাই চলতে থাকলে, তা আপনার ঘুমের উপরও প্রভাব ফেলবে। বাড়ির যে জায়গায় ওয়াইফাই রাউটার লাগানো আছে, সেখানে রাতে না ঘুমনোই ভাল।

ঘুম না হওয়ার এই সমস্যা ভবিষ্যতে খুব গুরুতর হয়ে উঠতে পারে। যে ঘরে রাউটার আছে, সেই ঘরে দীর্ঘক্ষণ থাকলে, আপনার মাথা ব্যাথার মতো সমস্যা দেখা দিতে থাকে।