Google Pay একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে গ্রাহকরা অন্য উপায়ে UPI সেটআপ করতে পারবেন। আধার কার্ড নম্বর দিয়েই সেই কাজটি সম্ভব।
এই ফিচারের সবথেকে বড় সুবিধা হল, ডেবিট কার্ডের তথ্য না দিয়েই গ্রাহকরা UPI PIN সেটআপ করতে পারবেন, বদলাতেও পারবেন। ফলে, আপনার সঙ্গে সবসময় ডেবিট কার্ডের প্রয়োজন হবে না।
আপাতত এই ফিচারটি বাছাই করা কিছু ব্যাঙ্কের জন্যই চালু করা হয়েছে। পরবর্তীতে দেশের সমস্ত ব্যাঙ্কের জন্যই ফিচারটি চালু করা হবে বলে জানা গিয়েছে।
গুগল জানিয়েছে, আধার ভিত্তিক এই UPI পরিষেবাটি তাদের আরও গ্রাহককে প্ল্যাটফর্মের সদস্য করতেই নিয়ে আসা হয়েছে। এর দ্বারা ডিজিটাল পেমেন্টও একটা বড় অংশের মানুষ করতে পারবেন।
আধারের মাধ্যমে ইউপিআই সেটআপ করতে আপনাকে প্রথমে গুগল পে খুলতে হবে। অ্যাড অ্যাকাউন্ট করে আপনার মোবাইল নম্বরের সঙ্গে যে ব্যাঙ্ক লিঙ্ক আছে, সেটি বেছে নিতে হবে।
আধার মোড বেছে নিয়ে মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুই-ই ভেরিফাই করতে হবে। এবার আপনার আধারের প্রথম ছয়টি ডিজিট দিয়ে দিতে হবে। চার থেকে ছয় সংখ্যার ইউপিআই পিন জেনারেট করতে হবে।
ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠাবে। যে ইউপিআই পিন আপনি সেট করতে চাইছেন, সেটি দিয়ে দিন।
সবশেষে দেখবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যুক্ত করা হয়েছে গুগল পে-তে। আর তা সম্ভব হয়েছে আধার কার্ডের দ্বারা।