ইউটিউবে চ্যানেল খুলবেন ভাবছেন?
25 August 2023
বিশ্বের জনপ্রিয়তম ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube। আজকাল প্রায় সকলেই নিয়মিত এই অ্যাপে ভিডিয়ো দেখেন।
ইউটিউবে ভিডিয়ো করে বা শর্টস আপলোড করে অনেকেই রোজগারের পথ বেছে নিয়েছেন।
অনেকেই নিজের ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবেন। কিন্তু শুরু কীভাবে করবেন তা বুঝতে পারেন না।
চলুন জেনে নেওয়া যাক নতুন চ্যানেল শুরুর সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
প্রথমেই এমন বিষয় বেছে নিন, যেটা সম্পর্কে আপনাক অভিজ্ঞতা রয়েছে। এমনকি আপনি সেই বিষয়ে ভাল জানেন।
ভিডিয়ো তৈরির আগে মানুষকে কী দেখাতে চান তা ঠিক করুন। প্রয়োজনে ভিডিয়ো রেকর্ড করার আগে স্ক্রিপ্ট তৈরি করে নিন।
চ্যানেলের জন্য যে কোনও একটি ক্যাটাগরি বেছে নিন। অনেকগুলো বিষয় নিয়ে একটি চ্যানেলে ভিডিয়ো দেবেন না।
নিজের ইচ্ছা মতো ভিডিয়ো আপলোড করবেন না। ঠিক করে নিতে হবে সপ্তাহে মোট কত ভিডিয়ো আপলোড করবেন।