শসা খেলেও খোসা ফেলে দেন? উপকার জানলে এমন আর করবেন না।

শসার খোসাকে আপনি রূপচর্চায় ব্যবহার করতে পারেন।

শসার খোসায় ম্যাগনেশিয়া, পটাশিয়ামের মতো মিনারেল রয়েছে।

শসার খোসা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

শসার খোসা ব্যবহার করে আপনি চোখের নীচের কালচে দাগ দূর করতে পারেন।

এমনকী ত্বকের প্রদাহ কমাতেও সাহায্য করে শসার খোসার কুলিং এফেক্ট।

ত্বকের উপর শুধু শসা খোসা লাগালেই এসব উপকারিতাগুলো পেয়ে যাবেন।