হৃত্বিক রোশন বহু ছবির প্রথম পছন্দ হলেও, তিনি করেছেন প্রত্যাখ্যান। পরবর্তীতে অন্যরা সেই ছবি করে হয়েছেন সফল।
ম্যায়ঁ হু না ছবির প্রথম পছন্দ শাহরুখ খান নন, ছিলেন হৃত্বিক।
স্বদেশ ছবিও শাহরুখের কাছে প্রস্তাব যাওয়ার আগে গিয়েছিল হৃত্বিকের কাছে।
লগান ছবির প্রস্তাবও প্রথম ছিল হৃত্বিকের কাছে।
আমিরের আরও একটি ছবি রং দে বসন্তী-র প্রস্তাবও ছিল হৃত্বিকের কাছে।
ফারহান আখতারের দিল চাহতা হ্যায় ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন হৃত্বিক।
অমিতাভ বচ্চনের ছবি সত্তে পে সত্তা-র রিমেকে বিগ বি চরিত্রে অভিনয় তিনি করতে রাজি না হওয়ায়, ছবিটি তৈরিই হয়নি।
বাহুবলী ছবির প্রস্তাবও প্রথম ছিল হৃত্বিকের কাছে।
শুধু বলিউডের ছবি নয়, হলিউডের পিঙ্ক পান্থ্যার ২ ছবির প্রস্তাবও ফিরিয়ে ছিলেন হৃত্বিক।