‘বিক্রম বেধা’ ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে শনিবার থেকে।
প্রথম দিনেই ছবির বুকিং আশা জাগাচ্ছে আরও একটি হিট ছবির বলিউডে।
প্রথম দিন ৪৭০০ টিকিট বিক্রি হয়েছে ছবির।
সারা ভারত মিলিয়ে বক্স অফিস কালেকশন প্রায় ১৭ লাখ, এমন শোনা যাচ্ছে।
একই নামের তামিল ছবির অফিসিয়াল রিমেক এটি। আর মাধবন এবং বিজয় সেতুপতি অভিনীত সেই ছবি হিট ছিল।
১৭৫ কোটি টাকায় তৈরি এই ছবি। প্রথম দিন ২০ কোটি দিয়ে যাত্রা শুরু করলে ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে উত্তর মুম্বইসহ উত্তর ভারতে অগ্রিম বুকিংয়ের চাহিদা দেখে আশা করা যাচ্ছে প্রথম উইকেন্ড হৃত্বিক-সইফ ছবি ১২০ কোটি ব্যবসা দিতে পারে।