ভক্তরা হুমা খুরেশির নতুন কাজের প্রশংসা করছেন। তাঁদের জন্য অভিনেত্রী মুগ্ধ করা কিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
ডাবল এক্সএল' ছবির টিজারে দেখা গিয়েছে হুমা. নিজের ওজন বাড়িয়েছেন। টিজার আগ্রহ তৈরি করেছে ছবির জন্য।
'ইয়ে এক জিন্দেগি' ছবির গান 'মনিকা ও মাই ডার্লিং'-এ তাঁকে দেখে ভক্তরা মুগ্ধ।
হাতে রয়েছে প্রখ্যাত শেফ তরলা দালালের বায়োপিক। হুমার ছবিতে প্রথম লুক রিলিজ করেছে। তাঁকে প্রায় চেনাই যাচ্ছে না।
সঞ্জয়লীলা ভনসালির ওয়েব সিরিজ হীরামণ্ডিতেও কাজ করছেন হুমা।
হুমার চেহারা নিয়ে প্রায়শই কথা হয়। কিন্তু তিনি একে পাত্তা দেন না।
আর তাই মাঝে মধ্যেই এমন আগুন লাগানো ছবি তিনি ভক্তদের জন্য শেয়ার করেন।