ব্রণ যেমন মুখের সৌন্দর্য নষ্ট করে, তেমনই ত্বকের উপর প্রদাহ তৈরি করে।

ব্রণ হলে ফুলে যায়, ব্যথা হয়, চুলকানি হয়। এই সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে।

গুগলে সার্চ করলে ব্রণর একাধিক ঘরোয়া প্রতিকার খুঁজে পাওয়া যায়। কিন্তু কোনটা কার্যকর সেটা অনেকেই জানেন না।

ব্রণর প্রদাহ কমাতে ত্বকের উপর আপনি বরফ লাগাতে পারেন।

বরফ লাগানোর আগে মুখ ভাল করে পরিষ্কার করে নেবেন।

সুতির কাপড়ে বরফ মুড়ে তারপর ত্বকের উপর লাগান।

ব্রণর উপর ১ মিনিট বরফ চেপে রাখুন। এতে ব্রণর লালচে ভাব ও ব্যথা কমে যাবে।