জেন্টলম্যান প্রেফার ব্লোন্ডেস-র জন্য উইলিয়াম ট্রাভিলার তৈরি জাম্পস্যুটের মত আউটফিটটি নিসন্দেহে ফ্যাশনের অন্যতম অবদান।

রেড সিক্যুইনড, থাই-হাই স্লিট ও ভি নেকের গাউনে মেরিলিনের সৌন্দর্যের দ্যূতি যেন এখনও ছড়িয়ে পড়ে।

১৯৫৬ সালের ক্লাসিক বাস স্টপ সিনেমায় মেরিলিনের স্টাইলিস সবুজ ব্লাউড ও কালো রঙা পেনসিল স্কার্ট এখনও মন মুগ্ধ করে।

পঞ্চাশ দশকে মেরিলিনের ফ্যাশন স্টেটমেন্টে গ্ল্যামারাস লুকের জন্য বেছে নেওয়া হয়েছিল সাদা সাটিন মারমেইড গাউন।

কমলা রঙের গাউনে হলিউড ডিভার দিক থেকে চোখ সরানোই দায়।

১৯৫৩ সালের আইকনিক সিনেমায় আইকনিক পিঙ্ক সাটিন গাউন, সঙ্গে ম্যাচিং গ্লাভস পরেছিলেন। যে সৌন্দর্যের মোহে আপ্লুত গোটা বিশ্ব।

১৯৫৩ সালে নায়াগ্রা সিনেমায় এই ম্যাজেন্টা মিডি ড্রেসে বোল্ড লুক এনেছিলেন হলিউডের অপ্সরা।

সিনেমা ইতিহাসে সবচেয়ে আইকনিক আউটফিট এটি। সেই বিখ্যাত আইভরি হল্টার ড্রেস!