লঙ্কা হাত চোখে লেগে গিয়েছে? জ্বালাভাব কমবে এই টোটকায়
অনেক সময় ভুল করে লঙ্কা হাতটা চোখে ঘষে গিয়ে চরম বিপদের মুখে পড়তে হয়।
লঙ্কার ঝাঁঝে চোখ ও মুখের ত্বক জ্বলতে শুরু করলে কোনও ভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
লঙ্কার ঝাঁঝে চোখ ও মুখের ত্বক জ্বলতে শুরু করলে কোনও ভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
তবে ঘাবড়াবেন না। প্রচণ্ড জ্বালাভাব থেকে মুক্তি পেতে ঘরোয়া বেশি কিছু টোটকা ব্যবহার করতে পারেন।
লঙ্কার হাত চোখে লাগলেই প্রথমেই বেসিনে গিয়ে ঠাণ্ডা জলের ঝাপট দিন।
সাবান বা হ্য়ান্ড ওয়াশ দিয়ে প্রথমে মুখে ও হাতে রগড়িয়ে তারপর ঠান্ডা জলের ঝাপট দিন। বিশেষ করে চোখে ভাল করে জল দিতে হবে।
বেশ কয়েকমিনিট ধরে এমনটা করলে খুব তাড়াতাড়ি জ্বালাভাব কমে যায়। চোখের মধ্যে থেকে লঙ্কার গুঁড়োও বের হয়ে আসে।
চোখের মধ্যে লঙ্কা হাত লেগে গেলে তা অত্যন্ত অসহ্য হয়ে দাঁড়ায়। জল দিয়ে পরিষ্কার করলেও জ্বালাভাব যায় না।
কটন বল দুধের মধ্যে ডিপ করে আক্রান্ত জায়গায় প্রয়োগ করতে পারেন। চোখের উপরও দিতে পারেন। বারবার এমনচা করে জ্বালাভাব কমে যায়।