বৃহষ্পতিবার নয়, শুক্রবারেও লক্ষ্মীলাভের আশায় লক্ষ্মী পুজো করা হয়।
তবে শুক্রবার রাতে গোপন অবস্থায় এই কাজগুলি করলে বিশেষ ফললাভ করতে পারবেন।
কিছু ব্যবস্থায় ধনসম্পদের দেবী আশীর্বাদ বর্ষণ করতে পারেন লক্ষ্মী। শুক্রবার রাতে কী কী গোপনকাজ করবেন, জানুন...
জ্যোতিষীদের মতে, শুক্রবার দেবী লক্ষ্মীর সামনে ধূপকাঠি জ্বালিয়ে তাকে গোলাপ অর্পণ করুন। লাল ফুলের মালা অর্পণ করা শুভ।
শুক্রবার রাতে 'অয়ঁ হ্রী শ্রী অষ্টলক্ষ্মীয়ে হ্রী সিদ্ধায়ে মম গৃহে আগচ্ছগশ্চ নমঃ স্বাহা' মন্ত্রটি জপ সব অর্থকষ্ট দূর হবে।
শুক্রবার রাতে একটি গোলাপি কাপড় নিয়ে তাতে শ্রীযন্ত্র ও অষ্টলক্ষ্মীর ছবি বসান। ব্যবসা প্রভূত লাভ করবেন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্ট লক্ষ্মীর তিলক লাগালে জীবনে সুখ আসবে।
আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান ও খুশি করতে চান, তাহলে বিষ্ণুর পূজা করুন।