জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি হলে জ্ঞান, বুধ হল বুদ্ধি ও চন্দ্র হল মনের কারকের প্রতীক বা গ্রহ।
এই তিন গ্রহ যদি জন্মছকে সঠিকভাবে অবস্থান করে, তাহলে সন্তানের লেখাপড়ার দিকে বেশি নজর দিতে হবে না।
পড়াশোনায় মনোযোগ বাড়াতে পড়তে বসার আগে সরস্বতীদেবীর মন্ত্র জপ করার অভ্যেস করুন।
কখনও পশ্চিম বা দক্ষিণদিকে মুখ করে কখনও পড়াশোনা করা উচিত নয়।
পড়ার টেবিল ও চেয়ার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন।
পড়ার ঘরের দেওয়ালে সুন্দর ছবি টাঙিয়ে রাখতে পারেন। বিশিষ্টজনের কোট বা মোটিভেশন লেখা রাখতে পারেন।