কানে অসহ্য় ব্য়থা! দ্রুত উপশম পেতে করুন এই কাজ
ঘরোয়া উপায়ে কানের যন্ত্রণা কমাতে কী কী উপায়ে উপশম করবেন, তা এই পরিস্থিতিতে জেনে রাখুন।
কানের যন্ত্রণা কমাতে সুতির পাতলা কাপড় গরম জলে ভিজিয়ে কানের কাছে চেপে রাখুন।
হট ব্যাগও দিতে পারেন। তবে কানের ভিতর যেন কোনওভাবে জল না চলে যায়।
কানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া-জনিত কারণে ব্যথা হলে রসুন ও তিলের তেল দিতে পারেন। রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।
আদার অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান কানের ব্যথা উপশমে দ্রুত কার্যকরী। ২-৩ ফোঁটা আদার রস কানের ভেতর দিলে ব্যথা উপশম হবে।
হালকা গরম ৩-৪ ফোঁটা অলিভ অয়েল ড্রপার দিয়ে কানের ভেতর দিন। কানের ইনফেকশনের ব্যথা কমবে দ্রুত।