অনেকের ফোনে এই সমস্যা হয়, ফোন নিজেই Restart হতে শুরু করে।

ঘাবড়াবেন না, এই নিয়মগুলি ফলো করলে কয়েক মিনিটে ফোন ঠিক হবে।

সবসময় নতুন সফটওয়্যার ভার্সন দ্বারা আপডেট রাখুন নিজের ফোন।

অ্যান্ড্রয়েড ফোন ইউজার হলে এই সমস্যা এড়াতে Safe মোড চালু করতে পারেন।

এতে যাচাই করা যাবে, যে অ্যাপগুলি নিজে ডাউনলোড, তাতে কোনও সমস্যা আছে কি না।

আপনাকে খেয়াল রাখতে হবে যে, ফোনের সমস্ত অ্যাপ লেটেস্ট ভার্সনে চলছে কি না।

অনেক সময় অ্যাপের বর্তমান ভার্সন ফোনের সফটওয়্যারের সঙ্গে ম্যাচ হয় না।

ফোন স্টোরেজ 10 শতাংশেরও কম খালি থাকলে ফোনে এই সমস্যা দেখতে পাবেন।