আমাদের পেটে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে।
তার কিছু ভালো, কিছু খারাপ। পেট ভালো থাকলেই ভালো থাকবে আপনার সার্বিক স্বাস্থ্য, তার প্রভাবেই ঝলমল করবে ত্বক আর চুলও
বার বার বলা হচ্ছে প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য পেটের স্বাস্থ্য ভালো রাখা একান্ত প্রয়োজনীয়, তাই খেতে হবে প্রো বায়োটিক।
বার বার বলা হচ্ছে প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য পেটের স্বাস্থ্য ভালো রাখা একান্ত প্রয়োজনীয়, তাই খেতে হবে প্রো বায়োটিক।
প্রো বায়োটিকে উপস্থিত ভালো ব্যাকটেরিয়া আপনার পেটের স্বাস্থ্যের যত্ন নেবে
যাঁদের কথায় কথায় পেট ফাঁপে, হজমের গোলমাল হয়, জিভে সাদাটে আস্তরণ পড়ে, তাঁদের অতি অবশ্যই প্রো বায়োটিক খাওয়া উচিত
প্রতিদিন আমরা যে সব ফল বা শাকসবজি খাই, তার মাধ্যমে অনেক রাসায়নিক আর প্রিজারভেটিভ ঢোকে শরীরে
এছাড়াও অনেকেই পেট ফাঁপলে বা একটু বদ হজম হলেই টপাটপ ওষুধ খান। তাতে ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, তাঁদেরও প্রো বায়োটিক লাগে