সঞ্জু স্যামসনের অজানা ডাকনাম? বাপ্পু
মেসি না রোনাল্ডো? তাঁর উত্তর, "দু'জনকেই পছন্দ। কিন্তু একটু বেশি পছন্দের মেসি"
পছন্দের খাবার, যা এখন খেতে পারেন না সঞ্জু? চকলেট।
সঞ্জুর প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব? "তালিকায় অনেকেই আছেন। যাঁদের সঙ্গে খেলেছি, তাঁদের মধ্যে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি।"
সমুদ্র নাকি পাহাড়? সঞ্জুর উত্তর, সমুদ্র। কেরালার ব্যাকওয়াটারেও সময় কাটাতে পছন্দ করেন সঞ্জু
সুপার ওভার ফিনিশ নাকি শেষ বলে জয়? শেষ বলে জয় বাছলেন সঞ্জু
কোন সুপারপাওয়ার চান? সেকেন্ডের মধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারা এবং তারপর ভ্যানিশ হয়ে যাওয়া
কার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সবচেয়ে বেশি আকর্ষণীয়? সঞ্জুর উত্তর "সুপারস্টার যুজবেন্দ্র চাহাল"
সঞ্জু একইসঙ্গে জানান, তিনি ও তাঁর স্ত্রী বাড়িতে বিনোদনের জন্য শিখর ধাওয়ানের রিলও দেখেন