তারা সুতারিয়ার নতুন ছবি মুক্তির অপেক্ষায়।
'এক ভিলেন রিটার্নস' ছবিতে তাঁর চরিত্রটি বেশ বোল্ড। ট্রেলার দেখে অন্তত তাি আন্দাজ করা যাচ্ছে।
ছবির ভিলেন ঠিক কে তা নিয়েই ধন্দ রেখেছে ছবির ট্রেলার।
'তড়প' ছবিতে তাঁকে পাওয়া গিয়েছিল গ্রেড শেড চরিত্রে।
নতুন ছবিতে তাঁর চরিত্র নিয়ে কৌতুহলী দর্শক ট্রেলার দেখার পর থেকেই। ২৯ জুলাই মুক্তি পাবে ছবি।