ইনস্টাগ্রামে সোহিনি সব সময় সক্রিয়। অনুরাগীদের সঙ্গে ভাগ করেন নানা মুহূর্ত। আজ রাবিন্দ্রিক সাজে এই পোস্ট করেছেন তিনি।
সব ধরনের পোশাকে মানায় তাঁকে। তবে শাড়িতে তিনি অন্যন্যা।
তিনি নিজেও জানেন এটা। তাই তো নানা সময়ে বিভিন্ন লুকে শাড়িতে মেলে ধরেন নিজেকে।
বিভিন্ন শাড়িতে নিজেকে সাজিয়ে তোলেন সোহিনি।
এ কোন একাকী মুহূর্তে তোলা ছবি!