পাকা চুলকে কালো করতে অনেকেই হেনা, কলপ, রঙের সাহায্য নেন।

চুলে রং করার বদলে পাকা চুলের সমস্যা দূর করতে লিকার চা ব্যবহার করুন।

প্রথমে জলে চা পাতা ফুটিয়ে চা বানিয়ে নিন। প্রয়োজনে গরম জলে টি ব্যাগ ডুবিয়েও নিতে পারেন।

চা ঠান্ডা করে নিয়ে ভাল করে চুলে লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।

এছাড়া কফি ও চায়ের মাস্ক ব্যবহার করতে পারেন। প্রথমে চা বানিয়ে নিন।

তারপর ওই চায়ের মধ্যে ৩ চামচ কফির গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন।

ওই মিশ্রণ ঠান্ডা করে নিয়ে চুলে লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেললেই পাকা চুল থেকে মুক্তি।