কয়েকটি বিষয় মেনে চললেই আশাতীত মাইলেজ দেবে আপনার বাইক।

45 থেকে 55 কিমি প্রতি ঘণ্টা গতিতে টপ গিয়ারে গাড়ি চালালে তেল সাশ্রয় হয়।

খেয়াল রাখুন, স্পিডোমিটারের কাঁটা যেন সবুজ স্ট্রিপের মধ্যে থাকে।

ক্লাচ যত কম ব্যবহার করবেন, তত কম জ্বালানি পুড়বে।

এয়ার ফিল্টার পরিষ্কার ও টায়ারের এয়ার প্রেশার ঠিক রাখতে হবে।

মাইলেজ বাড়াতে নামি কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করাই শ্রেয়।

সময়ে সময়ে বাইকের সার্ভিসিং করাতে হবে।