ল্যাপটপ বা কম্পিউটার পুরনো হয়ে গেলে তা ধীর হতে থাকে।

তাহলে ল্যাপটপের গতি বাড়ানোর উপায় কী?

এর জন্য আপনার সময় লাগবে মাত্র এক সেকেন্ড।

শর্টকাট রিবুট সিস্টেম ব্যবহার করতে হবে।

কি-বোর্ডে একই সঙ্গে ‘Shift, Ctrl, Windows এবং B’ কি প্রেস করতে হবে।

সমস্ত বাটন একইসঙ্গেই প্রেস করতে হবে।

এতে ল্যাপটপের সমস্ত গুরুত্বপূর্ণ ড্রাইভগুলি রিফ্রেশ হবে।