তুলসি পাতার চা ফুসফুসের স্বাস্থ্যকে ভাল রাখতে সাহায্য করে।
সর্দি-কাশির সমস্যাকে দূর করে তুলসি পাতার চা।
খুসখুসে কাশির সমস্যায় ভুগলে তুলসি পাতার তৈরি চা পান করুন।
চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এই চা।
দাঁতের স্বাস্থ্য উন্নত করতে জুড়ি মেলা ভার এই চায়ের।
সসপ্যানে দু'কাপ জল গরম করুন। তাতে ১ চা চামচ চায়ের পাতা ও ৫-৬টা তুলসি পাতা ফেলে দিন।
জল ফুটে উঠলে ছেঁকে নিয়ে পান করুন। স্বাদের জন্য মধু মেশাতে পারেন।