চলতি বছরের জানুয়ারির ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ রিপোর্ট পেশ করল ওকলা (Ookla)।

মোবাইল ইন্টারনেট স্পিড ও গড় ফিক্সড ব্রডব্যান্ড স্পিড নিয়ে বিভিন্ন দেশের ক্রমতালিকা তৈরি করে সংস্থা।

উক্ত সংস্থার রিপোর্টে, ভারত বিশ্বব্যাপী মোবাইল স্পিড চার্টে 10 ধাপ এগিয়ে গিয়েছে।

এখন 29.85 MBPS গতি নিয়ে বিশ্বে 69তম স্থানে রয়েছে ভারত।

2022-র ডিসেম্বরে মোবাইল স্পিড ছিল 25.29 MBPS, 79তম স্থানে ছিল ভারত।

মোবাইল ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী বা UAE।

সর্বাধিক ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে ওকলার তালিকায় 1 নম্বর স্থান দখল করেছে।