ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস- এই দুই ফোন দ্রুত ভারতে লঞ্চ হতে পারে।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সাইটে এই দুই ফোনের নাম সম্প্রতি দেখা গিয়েছে।
বিআইএস সাইটে নাম দেখা যাওয়ার ফলেই অনুমান করা হচ্ছে যে এই দুই ফোন ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই।
ভিভো এক্স৮০ সিরিজের ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিভো এক্স৮০ সিরিজ চিনে লঞ্চ হবে। তারপরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে এই সিরিজের ফোন।