বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে যাচ্ছেন ভারতের নয়জন স্কোয়াশ প্লেয়ার
২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের ডাবলসে সোনা জিতেছিলেন দীপিকা পাল্লিকাল এবং জোশনা চিনাপ্পা জুটি
২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস থেকে দুটি রুপো এসেছিল ভারতের ঝুলিতে
আসন্ন কমনওয়েলথে ভারতের পুরুষ স্কোয়াশ দল সৌরভ ঘোষাল, রমিত ট্যান্ডন, অভয় সিং, হরিন্দর পাল সান্ধু, ভেলভান সেন্থিলকুমার
আসন্ন কমনওয়েলথে ভারতের মহিলা স্কোয়াশ দল দীপিকা পাল্লিকাল, জোশনা চিনাপ্পা, সুনয়না কুরুভিলা, অনাহাত সিং